পোস্টার সরাতে মিলনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনকে ২৪ ঘণ্টার মধ্যে পোস্টার সরাতে আলটিমেটাম দিয়েছেন দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার।

রোববার বিকেলে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে অবস্থিত দক্ষিণ সিটির রিটার্নিং অফিসে পোস্টার সংক্রান্ত নোটিশের জবাব দিতে আসলে রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ তাকে এই নির্দেশ দেন।

সাইফুদ্দিন আহমেদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। তিনি দলটির যেকোনো অনুষ্ঠানে নিজের বড় বড় পোস্টার লাগিয়ে থাকেন। এ জন্য জাতীয় পার্টিতে তিনি পোস্টার মিলন হিসেবে পরিচিত।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ শনিবার সাইফুদ্দিন আহমেদ মিলনকে পোস্টার লাগানোর অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেন।

সাইফুদ্দিন মিলন সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচন এত তাড়াতাড়ি হবে এটা আমরা বুঝিনি। আমরা ভেবেছিলাম জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে নির্বাচন হবে। আমাদের কর্মীরা হাজার হাজার পোস্টার লাগিয়েছে। এ জন্য সব পোস্টার সরাতে একটু দেরি হচ্ছে।’

যে সব এলাকায় পোস্টার রয়েছে খুব দ্রুত সেগুলো সরিয়ে ফেলা হবে বলে কমিশনকে জানানো হয়েছে-যোগ করেন তিনি।

নির্বাচন আচরণ বিধি অনুযায়ী, প্রার্থীরা ভোটগ্রহণের ২১ দিন আগ থেকে পোস্টারসহ নির্বাচনী প্রচারণ চালাতে পারবেন। এর আগে নির্বাচনী পোস্টার সাটানো আচরণবিধির লঙ্ঘন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।