গভীর রাতে শহীদ মিনারের পথে খালেদা


প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে রওয়ানা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার দিবাগত রাত ১টায় গুলশান কার্যালয় থেকে রওয়ানা করেছেন তিনি। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিলম্ব করার কারণ জানতে চাইলে আরেক মিডিয়া উইং শামসুদ্দিন দিদার জানান, পুলিশ বাহিনী থেকে নির্ধারিত সময় বেধে দেয়া হয়েছে, যখনই সময় হবে তখনই আসবেন খালেদা জিয়া।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে মাত্র ৬০ জন নেতাকর্মীকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের অনুমতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তবে হাজারো নেতাকর্মী দুপুর সাড়ে ১২টার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার আশপাশে জড়ো হয়েছেন প্রিয় নেত্রীর সঙ্গে শ্রদ্ধা নিবেদনের জন্য।

এমএম/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।