রোববার আদালতে যাবেন খালেদা


প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৪ এপ্রিল ২০১৫

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া আগামীকাল আদালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। শনিবার সকালে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

সানাউল্লাহ মিয়া বলেছেন, ``ম্যাডাম আইন মান্যকারী নাগরিক। তিনি আদালতে যেতে চান, আদালতে যাবেন। তবে এটা নির্ভর করছে বর্তমান পরিস্থিতি বিশেষ করে `ম্যাডামের` নিরাপত্তার বিষয়টির ওপর।``

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ``উনার আদালতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা নির্ভর করছে আগামীকালের (রোববার) পরিস্থিতির ওপর।``
 
দুদকের দায়ের করা দুর্নীতির এই দুই মামলায় অর্থ আত্মসাতের অভিযোগে বেগম জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজার স্থাপিত অস্থায়ী আদালতে। দীর্ঘদিন ধরে নিরাপত্তার কারণ দেখিয়ে মামলার শুনানিতে অনুপস্থিত থাকায় ২৫ ফেব্রুয়ারি বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

৪ মার্চ গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারসহ আসামিপক্ষের সাতটি আবেদনের শুনানি শেষে বেগম জিয়ার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল রেখে আগামী ৫ এপ্রিল পর্যন্ত মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেন আদালত।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।