মিন্টু-পিন্টুর মনোনয়নপত্র বাতিলের শুনানি চলছে


প্রকাশিত: ০৬:৪১ এএম, ০৪ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের করা আপিলের শুনানি শুরু হয়েছে আজ (শনিবার)।

সকাল সাড়ে ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে শুনানি শুরু হয়। এতে অংশ নিতে আবেদনকারীদের অনেকেই কার্যালয়ে হাজির হন। কাউন্সিলরদের পাশপাশি আজ বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু ও নাসির উদ্দিন পিন্টুসহ ৩ মেয়রপ্রার্থীর শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

আগামী ৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এদিকে, গত ২দিনের মত আজও চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণের কাজ।

গত ১ ও ২ এপ্রিল যাচাই-বাছাই শেষে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ৫ মেয়রপ্রার্থী এবং ৮১ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।