নির্বাচন স্থগিত করার ক্ষমতা বিএনপির নেই


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপি যে নির্বাচন স্থগিত করতে পারবে না তা ৫ জানুয়ারি প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সফররত ব্যাঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলামের হুঁশিয়ারি প্রেক্ষিতে বানিজ্যমন্ত্রী বলেন, দুর্নীতির মামলা থাকায় বেগম খালেদা জিয়াকে আদালত সাজা দিতেই পারে। সেটা আইন আনুযায়ীই হবে।

ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব হওয়ায় অনেক কথা বলতে হয়। এর অনেক কথায় তিনি নিজে বিশ্বাস করেন না। সুতরাং দেশে নির্বাচন স্থগিত বা বন্ধের ক্ষমতা যে বিএনপির নেই, সেটা ২০১৪ সালের ৫ জানুয়ারি তারা প্রমাণ করেছে। নির্বাচন বন্ধ করার শক্তি বিএনপির হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এমইউএইচ/এআরএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।