সহিংস কর্মকাণ্ড করে কেউই রেহাই পাবে না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০২ এপ্রিল ২০১৫

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্দোলনের নামে সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড করে কেউই রেহাই পাবে না। গত ৩০ মার্চ স্পেন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা ও স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী জনগণকে জ্বালিয়ে পুড়িয়ে ক্ষমতায় যাওয়ার বদলে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে আসার জন্য বিএনপি জোটের প্রতি আহ্বান জানান।

মাদ্রিদের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন শেখ আবদুর রহমান ও দবির তালুকদার। স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আখতার হোসেন, জাকির হুসেন, আবদুল কাইউম, ফয়জুর রহমান, আবদুল গফুর ফরিদ, খসরু চৌধুরি, আমানুল্লাহ বাদল, এ কে এম জহিরুলইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, জুয়েল খান, সেলিম রেজা, আউইব আলী, মাসুম, জসিম, রুবেল, তাপস প্রমুখ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।