সরকার নিজেদের স্বার্থেই বিএনপিকে নির্বাচনে আনবে


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

আগামী নির্বাচনে বিএনপি অবশ্যই নির্বাচনে আসবে, না আসলে তাদের নিবন্ধন বাতিল হবে, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সরকার নিজেদের স্বার্থেই বিএনপিকে আগামী নির্বাচনে নিয়ে আসবে। কারণ ২০১৪ সালে নির্বাচন নিয়ে যে দুর্নীতি করেছে তা ঢাকতে হবে, না হলে আন্তর্জাতিক মহলের চাপ সামলাতে পারবে না।’

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অপরাজয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত নির্বাচন কালীন সরকার এবং গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নতুন নির্বাচন কমিশনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ নতুন প্রধান নির্বাচন কমিশন নুরুল হুদা। শেখ হাসিনার অধীনে এবং নুরুল হুদার অধীনে নির্বাচনে যাওয়া মানে জাহান্নামে যাওয়া।’

খালেদা জিয়ার মামলা সম্পর্কে বিএনপির এ নেতা বলেন, ‘খালেদা জিয়া এবং শেখ হাসিনার নামে একই মামলা ছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে তার সব মামলা বাতিল করে দিয়েছে আর খালেদা জিয়ার নামের মামলাগুলোকে সচল করেছে।’

এ সময় শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়াকে মামলা দিয়ে জেলে পাঠাবেন আর আপনি এমনিতে খালাস পেয়ে যাবেন। সময় হলে সব কিছুর বিচার হবে।’

সংগঠনের সভাপতি ফরিদা মনি শহিদুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদী, মাওলানা শোয়াইব আহমেদ, কৃষক দলের নেতা শাজাহান মিয়া সম্রাট, জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

এমএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।