রাজনীতিবিদরা পলিটিক্সের বিজনেস করছে : মঞ্জু


প্রকাশিত: ১০:৫৮ এএম, ০২ এপ্রিল ২০১৫

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আগে ব্যবসায়ীরা ব্যবসা করতো। কিন্তু বর্তমানে রাজনীতি একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। রাজনীতিবিদরা পলিটিক্সের বিজনেস করছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় যুব সংহতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনীতি করে, সংগ্রাম করে ক্ষমতায় যেতে হবে, সে চিন্তা এখন আর তরুণরা করে না। এখন চলছে ‘ওয়ান-টু’র খেলা। এ খেলায় যে কেউ কমিশনার হয়ে যেতে পারে, জনসমর্থনের প্রয়োজন নেই। তাই রাজনীতিতে ‘ওয়ান-টু’র খেলা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান পরিবেশ সুষ্ঠু রাজনীতির না। সবাই ক্যারাম খেলছে, যার পকেটে গুটি ফেলা যায়। রাজনীতি আসলে কোন দিকে যায় তা বলা মুশকিল।

জাতীয় যুব সংহতির সভাপতি এমএ কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেপির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।