খালেদার আদালতে যেতে মাহবুবের শর্ত


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০২ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে যাওয়া নিয়ে শর্ত দিয়েছেন তার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ শর্তের কথা জানান।

খন্দকার মাহবুবু বলেন, গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে গুলশান কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী বুধবার আদালতে যেতে পারেন, তবে সেজন্য তার পর্যাপ্ত নিরাপত্তার প্রয়োজন।

এর আগে আদালতে আত্মসমর্পণের শর্ত হিসাবে খালেদাকে আবার তার কার্যালয়ে ঢুকতে দেওয়ার নিশ্চয়তা চাইলেও বৃহস্পতিবার এ বিষয়ে কিছু বলনেনি তিনি।

খন্দকার মাহবুব বলেন, উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। উনি আদালতে যেতে ইচ্ছুক। অতীতেও বলেছি উনি নিরাপত্তাজনিত কারণে আদালতে যেতে পারছেন না। বিগত দিনে যখন আদালতে গিয়েছিলেন পথে তার গাড়িবহরের ওপর আক্রমণ হয়েছিল।

এই কারণেই খালেদা জিয়া শঙ্কিত, আমরাও আইনজীবী হিসেবে শঙ্কিত যে উনি আদালতে যাওয়ার পথে হামলা হতে পারে। সে কারণে সরকারের দায়িত্ব হবে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া।

উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল রোববার জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এ দুটি মামলার বিচার চলছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।