বিদায়ী কমিশনের চেয়ে নতুন কমিশন নিয়ে বেশি শঙ্কা বিএনপির


প্রকাশিত: ০৮:৪০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের চেয়েও খারাপ নির্বাচনের জন্য নুরুল হুদাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। এসময় ভালো নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। একটি ভালো নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আর সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। কারণ দীর্ঘদিন অনাচার ও অত্যাচার চলতে পারে না। তাই ভালোই ভালোই নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে আসুন।

সজীব ওয়াজেদ জয়কে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, পদ্মাসেতু নিয়ে অভিযোগ করেছে বিশ্বব্যাংক। এখনও সেই অভিযোগ করছেন। সুতরাং বিষয়টি তাদেরকেই (বিশ্বব্যাংক) বলুন।

সরকার দেশকে দুর্নীতির স্বর্গ রাজ্যে বানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতি হচ্ছে সরকারের ইশতেহার ও আদর্ম। দুর্নীতিই তাদের ধ্যান ও জ্ঞান।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশনারের সুতা প্রধানমন্ত্রীর হাতে। সুতরাং প্রধানমন্ত্রী যেভাবে সুতা টানবেন সিইসি সেভাবেই নাচবেন। ফলে নুরুল হুদার মত আজ্ঞাবহ ব্যক্তির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

এমএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।