নতুন ইসির দলীয় পক্ষপাত অত্যন্ত পরিষ্কার : ফখরুল


প্রকাশিত: ০১:৩১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন কখনই নিরপেক্ষতা পালন করতে পারবে না। কারণ সিইসির দলীয় পক্ষপাত জনগণের কাছে অত্যন্ত পরিষ্কার।

শনিবার বিকেলে বাংলা একাডেমিতে বইমেলায় তিন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

সম্প্রতি নতুন সিইসিকে বাউফল আওয়ামী লীগ নেতাদের শুভেচ্ছা জানানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সিইসি নাম ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে দেয়া বক্তব্য এখন সত্যি প্রমাণিত হয়েছে।  

পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এসএনসি লাভালিনের তিন কর্মকর্তাকে খালাস দেয়া প্রসঙ্গে ফখরুল বলেন, কোনো আদালতের রায়ের বিরুদ্ধে আমরা কখনোই কোনো কথা বলিনি। কোথায় কি প্রমাণ হলো এটা দেখার বিষয় নয়। তখন দুর্নীতির অভিযোগ উঠেছিল, এটা নিয়ে কথা বলেছিলাম। বিশ্বব্যাংক প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল।

বইমেলায় ফখরুল ফাতেমা সালমার লেখা ‘সুন্দরী শূন্য’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এছাড়া রফিক মুহাম্মদের ‘পাখির আশা পাখির বাসা’ ও মাইদুর রহমান রুবেলের ‘ভূতের রাজ্য’ নামক বই দুটিরও মোড়ক উন্মোচন করেন তিনি।

এমএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।