২২ সেপ্টেম্বর একরাম হত্যা মামলার পরবর্তী শুনানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৯ আগস্ট ২০১৪

ফেনী জেলার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার পরবর্তী শুনানি ২২ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।

ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খায়রুল আমীনের আদালতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ২৯ আসামিকে হাজির করা হলে আদালত এ রায় দেয়। পরে আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মামলার নিয়মিত হাজিরার অংশ হিসেবে আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে জাহিদুল ইসলাম মামলার নথি জজকোর্টে স্থানান্তর করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত সবাইকে জেলহাজাতে প্রেরণের নির্দেশ দেয়।

চলতি বছরের ২০ মে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে ফেনী শহরের স্টেডিয়াম এলাকায় গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।

ওই দিনই এ ঘটনায় নিহত একরামের বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে ফেনী সদর থানায় ফুলগাজী উপজেলা বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।