বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টার হরতাল


প্রকাশিত: ০৯:২৫ এএম, ৩১ মার্চ ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বৃহস্পতিবার থেকে ২৪ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে। চলমান অবরোধের পাশাপাশি বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী এ হরতাল পালিত হবে। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী হরতালের আওতামুক্ত থাকবে। মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ বিরোধী দলের গুমকৃত অন্য নেতাকর্মীদের অবিলম্বে তাদের পরিবারের কাছে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া, মিথ্যা মামলায় গ্রেফতাকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতাসহ সকল রাজবন্দীর মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।

এর আগে একই দাবিতে সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন জোট।

বিবৃতিতে বলা হয়েছে, একই দাবিতে বুধবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।