‘বিএনপি রাজনৈতিকভাবে ব্যর্থ’


প্রকাশিত: ০৭:১৭ এএম, ৩০ মার্চ ২০১৫

বিএনপি রাজনৈতিকভাবে পুরোপুরি ব্যর্থ বলে মনে করছে সরকার। তাই তাদের আন্দোলনও ব্যর্থ হয়ে গেছে। হরতাল-অবরোধ কিছুতেই সারা নেই সাধারণ মানুষের।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এভাবেই বিএনপিকে নিয়ে মত দেন সরকারের বেশির ভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা।

মন্ত্রিসভায় উপস্থিত সরকারের দুজন প্রভাবশালী মন্ত্রী বৈঠক শেষে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জাগো নিউজকে বলেন, মন্ত্রিসভায় বিএনপির চলমান রাজনৈতিক আন্দোলন নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছে। অনেক মন্ত্রীই বলেছেন, বিএনপি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। তাই তাদের আন্দোলনে সাড়া নেই।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি অনেকটা সিদ্ধান্তহীনতায় ভুগছে। তাই তারা আন্দোলন করবে, নাকি নির্বাচনে যাবে বুঝতে পারছে না।

এ সময় খাদ্যমন্ত্রী বেসরকারিভাবে ভারত থেকে দেশে চাল আমদানির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন। এ বিষয়ে কয়েকজন মন্ত্রী বলেন, চাল রফতানিতে কর আরোপ করা যায় কিনা। তবে প্রধানমন্ত্রী বিষয়টি নাকচ করে দেন।

এসএ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।