পাকিস্তানে ১০ বছরে নিহত ৮০ হাজার
মার্কিনীদের সন্ত্রাসবিরোধী আন্দোলনে ১০ বছর ধরে চালানো অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ৮০ হাজার মানুষ। এমনটিই জানিয়েছে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞানীদের নিয়ে গঠিত একটি সংস্থা।
সংস্থাটি ২০০৪ থেকে ২০১৩ পর্যন্ত চালানো সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে সম্প্রতি একটি হিসেব প্রকাশ করেছে। তাতেই মিললো এইও তথ্য। যেখানে সাধারণ নাগরিক ৪৮,৫০৪, সাংবাদিক ৪৫, ড্রোন হামলায় নিহত ৫৪৯৮, সামরিক ২৬৮৬২জনসহ মোট ৮১৩২৫জনকে নিহত দেখানো হয়েছে।
এক গবেষণায় দেখা যায়, মার্কিন সন্ত্রাসবিরোধী অভিযানে এ পর্যন্ত ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানে মোট ১৩ লক্ষ মানুষের প্রানহানি ঘটেছে। যা কোন একটা মহাদেশের নির্দিষ্ট অঞ্চলে প্রানহানিগুলোর মধ্যে অন্যতম।
প্রানহানির এসব তথ্য যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি সংস্থা থেকে সংগ্রহ করা হয়।
রাআহা/এলএ/আরআই