কথা না শোনায় সংসদে মারামারি
বিরোধী দলের সংসদ সদস্যের কথা না শোনায় জম্মু-কাশ্মীরের সংসদ ভবনে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সংসদ অধিবেশন চলাকলে এ ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, সংসদ সদস্যদের মধ্যে প্রথমে ঠেলাঠেলি এবং গালিগালাজ এবং পরে একে অপরের দিকে ঘুষিও ছুড়েন। এখানেই থেমে থাকেনি শেষ পর্যন্ত তারা পার্লামেন্টের বেঞ্চও একে অপরের দিকে ছুড়ে মারেন।
নিরাপত্তারক্ষীরা এসময় আইনপ্রণেতাদের জাপটে ধরে শান্ত করার চেষ্টা করেন। তবে তাতে বেশি কিছু লাভ হয়নি। বিজেপি সরকারে থাকা পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা নাঈম আখতার এ বিষয়ে বলেন, এটা দুর্ভাগ্যজনক।
বিরোধী দলের নেতা আবদুল মজিদ সরকার পক্ষের আইনপ্রণেতাদের বিরোধীদের কথা না শুনতে চাওয়ার প্রবণতাকেই দায়ী করেন। তিনি বলেন, তাদের (সরকার) উচিৎ আমাদের কথা শোনা, যেভাবে আমরা তাদের কথা শুনি।
এএইচ/পিআর