সালাহ উদ্দিন সম্পর্কে পুলিশ জানেন : ব্যারিস্টার রফিক


প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৮ মার্চ ২০১৫

নিখোঁজ বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে পুলিশ জানেন বলে মন্তব্য করেছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। শনিবার দুপুরে সালাহ উদ্দিনের বাসায় তার স্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিনের নিখোঁজের বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক মন্তব্য করে তিনি বলেন, দেশের যে কোনো নাগরিকের এ ধরনের অবস্থা হতে পারে। এ জন্য সাধারণ নাগরিক এভাবে ভ্যানিস হয়ে যাবে তা মেনে নেয়া যায় না।

ব্যারিস্টার রফিক উল হক আরো বলেন, সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে পুলিশ তো অবশ্যই জানে। কিন্তু কিছুই বলছে না। আশা করি, তিনি ভালো আছেন। বেঁচে আছেন। হয়ত কোথাও আটক রাখা হয়েছে। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুব শিগগিরই ফিরিয়ে দেবেন।

সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়া নিয়ে ৮ এপ্রিল রিট শুনানিতে তার পক্ষে সহায়তা করবেন বলেও ঘোষণা দেন প্রবীণ এই আইনজীবী।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।