লালমনিরহাটে বিএনপি’র ৪৫ নেতা-কর্মী আটক


প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৮ আগস্ট ২০১৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমির হামজাসহ ৪৫ বিএনপি’র নেতা-কর্মী সোমবার আদালতে বিভিন্ন মামলায় জামিন নিতে এসে আটক হয়েছে।

আদালত সুত্রে জানা গেছে, ওই উপজেলার ছাত্রদল নেতা নাসির উদ্দিন হত্যা মামলায় ১১ জন ও ৫ জানুয়ারী’র নির্বাচনে বুড়িমারী স্থল বন্দরে ভাংচুরের মামলায় ৩৪ জন আদালতে জামিন নিতে আসে। সকালে তারা লালমনিরহাট নির্বাহী ম্যাজেস্ট্রিট আলমখীর শিপনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিন না-মঞ্জুর করে জেল-হাজতে প্রেরনের নিদের্শ দেন। এসময় বিএনপি নেতা-কমীর্রা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন।

হাতীবান্ধা-পাটগ্রাম বিএনপি’র সমন্বয়ক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জানান, মিথ্যা ও ভিক্তিহীন মামলায় বিএনপি’র নেতা-কর্মীদের আটক করা হয়েছে। দু’একদিনের মধ্যে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।