রিপনও নিলেন দক্ষিণের মনোনয়পত্র


প্রকাশিত: ১০:৫২ এএম, ২৭ মার্চ ২০১৫

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার বিকালে আইনজীবী জিল্লুর রহমানের মাধ্যমে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শুক্রবার সকালে ঢাকা দক্ষিণের মেয়র পদে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহবায়ক মির্জা আব্বাস।

এর আগে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা ও কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং বিএনপি সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সেলিম ভুঁইয়ার পক্ষেও দক্ষিনের মনোনয়নপত্র নেওয়া হয়।

এই সিটিতে নির্বাচন করতে আওয়ামী লীগের সাঈদ খোকন ও হাজি মো. সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করলেও হঠাৎ করেই ভারতে গেছেন স্বতস্ত্র সাংসদ সেলিম।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।