ফেঁসেছে বিএনপি : কাদের
সরকারকে বিপদে ফেলতে আন্দোলনের নামে বিএনপি যে ফাঁদ পেতেছিল নিজেরাই সেই ফাঁদে ফেঁসে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার মাদারীপুরে কাজীরটেক এলাকায় আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মাণাধীন সপ্তম-চীন মৈত্রী সেতুর কাজের অগ্রগতি দেখতে এসে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব নির্বাচনকেই বলে তামাশার নির্বাচন। অথচ তারা নির্বাচনে অংশগ্রহণ করে, জয়ও পায়। ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে তাদের প্রার্থীরা ফরম সংগ্রহ করেছে। যে নামেই হোক, তারা নির্বাচনে অংশ নিচ্ছে। আগে নয় সিটির নির্বাচনের মধ্যে সাতটিতে বিএনপি আর দুটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
এএইচ/পিআর