সিটি নির্বাচন নিয়ে সরকার খেলা করছে : খন্দকার মাহবুব
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার সিটি করপোরেশন নির্বাচন নিয়ে খেলা শুরু করেছে। তারা মনে করেছিলো নির্বাচন দিলে বিএনপি আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু এটা তাদের ভুল ধারণা। সিটি করপোরেশন নির্বাচন দিয়ে সরকার এখন ফাঁদে পড়েছে।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গুম-হত্যা, পেশাজীবি নির্যাতন, বাকস্বাধীনতা ও ভোটাধিকার হরণ বন্ধে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, বিএনপি যদি নির্বাচনে না যেত তাহলে সরকার খুশি হতো। তারা বিশ্ববাসীকে দেখাতো যে বিএনপির কোনো ভোট নেই। তারা জঙ্গি হয়ে গেছে।
সাম্প্রতিক আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, আওয়ামী লীগ আগে বলতো বিএনপি রাজপথে আন্দোলন করে না। সবাই ইঁদুরের গর্তে ঢুকে আছে। এখন আন্দোলন শুরু হয়েছে। সারা বাংলাদেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ এখন তারা বলছে, আমরা দেশের অর্থনীতির ক্ষতি করছি।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, পেশাজীবী নেতা রুহুল আমিন গাজী, ডা. জাহিদ হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
এএইচ/পিআর