দেশের রাজনীতিতে এখন মহাসংকট চলছে
জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি বলেন, দেশের রাজনীতিতে মহাসংকট চলছে। এ সংকটের জন্য রাজনীতিবিদরাই দায়ী। তিনি আরও বলেন, গণতন্ত্রের নামে দেশে যে সন্ত্রাস চলছে- তা মেনে নেয়া যায় না। গণতন্ত্রের রীতিনীতি আছে আমাদের দেশে তা মানা হচ্ছে না।
তিনি শুক্রবার সকাল ১০টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ বাস ভবন চত্তরে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি চক্রধর মণ্ডলের সভাপতিত্বে এ সুধী সমাবেশে জাপা নেতা কাজী কামাল, হান্নান হাওলাদার, আব্দুল মান্নান শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
তিনি বলেন, ক্ষমতায় যারা থাকেন তারা মনে করেন দেশটা আমাদের। আর যারা বাহিরে থাকেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেন। কেউ দেশের কথা চিন্তা করেননা। আমাদের মনে রাখতে হবে দেশ সবার উর্ধ্বে । তিনি আরও বলেন, বিএনপি’র আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। তাদের আন্দোলন অঙ্কুরে বিনষ্ট হয়েছে। আন্দোলনের নামে শুধু নাশকতা হয়েছে। বিএনপি’র আন্দোলনে জনগণের কোন দাবি নেই। কেবল ক্ষমতায় যাবার জন্যই এই নৈরাজ্য। বিএনপি চলে আমলা কামলাদের পরামর্শে।
সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে না। একপেশে নির্বাচন হবে। আর বিএনপি নির্বাচনে আসলে নির্বাচন হবে অর্থবহ এবং উৎসবমুখর।
তিনি গুম ও হত্যা সম্পর্কে বলেন ,এটা কোন দেশের জন্য শুভলক্ষণ নয়। ভালো কিছু নয়। দেশের চলমান রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাস বন্ধ করতে হবে।
এমজেড/এমএস