মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৭ মার্চ ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে অবস্থিত দক্ষিণের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শুক্রবার বেলা ১১টার দিকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট একেএম শাহজাহান। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন ও এ্যাডভোকেট আবদুস সালাম।

অ্যাডভোকেট শাহজাহান বলেন, ‘মির্জা আব্বাস নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন বলে আমাদের জানিয়েছেন। তিনি অসুস্থ থাকায় তার পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।