মেয়র পদ থেকে পদত্যাগ করবেন এম মঞ্জুর


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২৭ মার্চ ২০১৫

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম শুক্রবার বিকেলে মেয়র পদ থেকে পদত্যাগ করে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন। তার সমর্থনে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বিএনপি। নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণে বৃহস্পতিবার বিকেলে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে প্রায় দুই ঘন্টা বৈঠক করেছে দলের শীর্ষস্থানীয় নোতারা।

এই বৈঠকে দলের উচ্চ পর্যায়ের অনেক নেতাই উপস্থিত ছিলেন।
 
বৈঠকের পর জাফরুল ইসলাম চৌধুরী জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান নির্বাচনী এজেন্ট এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আহ্বায়ক করে অপর একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া মঞ্জুর আলম বলেন, মনোনয়নপত্র সংগ্রহের পর তিনি মেয়রের পদ থেকে ইস্তফা দেবেন। সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন মঞ্জুরুল আলম।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।