একদলীয় শাসন কায়েম করতেই বিচারপতি অভিশংসন আইন


প্রকাশিত: ০৭:১৪ এএম, ১৮ আগস্ট ২০১৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে আনার পদক্ষেপ একদলীয় শাসন কায়েমের জন্যই নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ বরাবরই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে। বিএনপিকে নির্মূল করতেই এ সব অপপ্রচার চালানো হচ্ছে।’

রাজধানীর শেরেবাংলা নগরে সোমবার বেলা সোয়া ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।