চিপসের প্যাকেট খুলে পাওয়া গেল আস্ত আলু!


প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৫ মার্চ ২০১৫

এক প্যাকেট পটেটো চিপস কিনে জমিয়ে বসেছেন বাংলাদেশ দলের দারুণ উত্তেজনার কোনো ক্রিকেট ম্যাচ দেখতে। প্যাকেটটি কসরত করে খুলে আঙুল ঢুকিয়ে খুঁঁজছেন চিপস। কিন্তু কোথায় কি, চিপসের নামগন্ধ নেই। তার বদলে দেখলেন ভেতরে আস্ত একটি আলু! চোখ কপালে উঠবে তো? ইংল্যান্ডের মিল্ডেনহল-এর রিচার্ড বুটম্যানের সঙ্গে ঠিক এই ঘটনাই ঘটেছে।

ডিসকাউন্টের চেইন সুপারমার্কেট দোকান অ্যালডি থেকে স্টেক এবং অনিয়ন ফ্লেভারের এক প্যাকেট পটেটো চিপস কিনেছিলেন রিচার্ড। এয়ারটাইট প্যাকেটটি খোলার আগে তিনি ভেবেছিলেন হয়তো জমাটবাঁধা নতুন ধরণের কোনো চিপস হবে। কিন্তু খোলার পর আবিস্কার করলেন বড়সড় আকারের একটিমাত্র আলু।

স্থাপত্য নকশাবিদ রিচার্ড এই কৌতুককর অভিজ্ঞতার ছবি তুলে পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। লাইক পড়তে থাকে রাশিয়া, ভারত, ফিলিপিন্সসহ বিশ্বের নানা প্রান্ত থেকে।

অবশ্য এই ঘটনার পর অ্যালডি ক্ষমা চেয়ে রিচার্ডকে ফেরত দিয়েছেন পুরো টাকাই।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।