ইউরোপীয় বিএনপির প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৪ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য ও বর্তমান সরকারের নানা অনিয়ম, পুলিশি নির্যাতন, গুম ও হত্যার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে সর্ব ইউরোপীয় বিএনপি নেতা কর্মীরা।

বাণিজ্যিক নগরী মিলানে গত রোববার বিকেলে মিলান বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন ইতালিসহ সর্ব ইউরোপ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিলানের বিক্ষোভ মিছিল থেকে সরকার পতনের আন্দোলনের কথা উল্লেখ করে বক্তরা বলেন, শেখ হাসিনাকে আমরা সরকার হিসেবে মানি না। কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত হননি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেননি। তিনি ক্ষমতায় এসেছে বন্দুকের জোরে।

তারা আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন। দেশের মানুষের কাছে শেখ হাসিনার আসলরূপ ভেসে উঠেছে। সাধারণ মানুষ হাসিনা বিরোধী আন্দোলনে জেগে উঠেছে এবং এই আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন হবে।

সরকার বিরোধী এই আন্দোলনে মিলান ছাড়াও রোম, ফিরেন্স, বলোনিয়, নাপলী, ব্রেসিয়া, ভেনিস, ইউকে এবং ইউরোপের অন্যন্য দেশ থেকে নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।