মেয়র সমর্থনের সিদ্ধান্ত ২৮ মার্চের পর : মায়া


প্রকাশিত: ১০:২৩ এএম, ২৪ মার্চ ২০১৫
ফাইল ছবি

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সমর্থন দেওয়ার ব্যাপারে ২৮ মার্চের পর সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউতে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া এ তথ্য জানিয়েছেন।

মায়া বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে এখনও কাউকে চূড়ান্তভাবে আওয়ামী লীগের সমর্থন দেওয়া হয়নি। ২৮ মার্চের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চূড়ান্ত প্রার্থী সমর্থন দেবেন।

তিনি আরো বলেন, মূল সমর্থন আসবে শেখ হাসিনার পক্ষ থেকে। তিনি সমর্থন দেবেন, আমরা কাজ করব। এখানে কোনো ফাঁক-ফোকর নেই। আমরা যাদের কাউন্সিলর পদে নির্বাচনের সমর্থন দেব, তারা নিজের ভোট চাওয়ার আগে মেয়রের ভোট চাইবেন। তিনি আরও বলেন, নেত্রী যাকে সমর্থন দেবেন আমরাও তাকে সমর্থন দেব। নেত্রীর সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচন করলে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।