পাকিস্তান দিবসে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা ছিল


প্রকাশিত: ০৩:১২ এএম, ১৭ আগস্ট ২০১৪

মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তান দিবস ১৪ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেছিল বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে শনিবার রাতে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে। শিল্পমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের পর যখন বঙ্গবন্ধু দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই তাকে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির পরিকল্পনা ছিল ১৪ আগস্ট পাকিস্তান দিবসে বঙ্গবন্ধুকে হত্যা করার। কিন্তু কয়েক মিনিটের হেরফেরের কারণে তা ১৫ আগস্ট হয়ে যায়।’

আমির হোসেন আমু বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তি ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতি স্বত্বাকে হত্যা করতে চেয়েছিল।’

আলোচনা সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন সঙ্কটে পুলিশের অনেক অবদান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি বৃদ্ধি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব সময় বলে আসছেন এবং আমরা সে জন্য চেষ্টাও করে যাচ্ছি।’

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।