বিএনপি-জামায়াত আন্তর্জাতিক জঙ্গিবাদের অংশ : হাছান


প্রকাশিত: ১০:১৮ এএম, ২৩ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ হিসেবে হরতাল-অবরোধের নামে পেট্রলবোমা মেরে দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার  সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী হকার্স লীগের উদ্যোগে “বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে” আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের হাত থেকে পৃথিবীকে নিরাপদ করতে হবে । তার (খালেদা জিয়া) সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সময়ের দাবী মাত্র।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাছান বলেন, পৃথিবীকে সন্ত্রাস ও জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করার জন্য আন্তজাতিক সম্প্রদায়ের উচিত বেগম জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।

সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশকে সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত করার জন্য বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী হরতাল অবরোধ পরিচালনা করছে।

তিনি বলেন, রাজনৈতিক আন্দোলনে হরতাল ও অবরোধ হলো সর্বোচ্চ প্রতিবাদের ভাষা। কিন্তুু বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের বৈশিষ্ট্য পাল্টে দিয়েছে। কেননা, আগে হরতালের অর্থ ছিল গাড়ী, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান চলবে না আর এখন হরতালের অর্থ হলো- দেশের সবকিছু স্বাভাবিকভাবে চলবে। মাঝেমাঝে চলন্ত যানবাহনে পেট্রলবোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করা হবে।

ড. হাছান বলেন, বর্তমানে দেশে বিএনপি জামায়াতের ডাকা হরতাল পালিত হয় কী না তা গবেষণার বিষয়। তাদের হরতাল-অবরোধ কৌতুকের বিষয়ে পরিণত হয়েছে।

সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষকলীগ নেতা এম এ করিম, আওয়ামী ওলামা লীগ নেতা মাওলানা ইলিয়াস হোসাইন বিন হেলালী, মাওলানা মো. দেলোয়ার হোসেন ও আওয়ামী হকার্স লীগের উপদেষ্টা মো. আলী হোসেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।