২০ দলের কালো পতাকা মিছিল আজ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের কালো পতাকা মিছিলের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ ঢাকাসহ সারা দেশে কালো পতাকা নিয়ে মিছিল বের করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকাল ৩টায় মিছিল বের হবে। মালিবাগ গিয়ে মিছিল শেষ হবে।
ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান (মিডিয়া) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার বিকেল ৩টায় এ মিছিল অনুষ্ঠিত হবে।
তবে বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম জানান, ডিএমপির অনুমতির বিষয়টি আমাদের এখনও জানানো হয়নি।
এর আগে, বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলের অনুমতি চেয়ে ডিএমপি বরাবর চিঠি পাঠানো হয়।