প্রধানমন্ত্রীর সঙ্গে আজ দেখা করবেন সালাহ উদ্দিনের স্ত্রী


প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৮ মার্চ ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ (১৯ মার্চ) দেখা করবেন।

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যাবেন তিনি। এই সময় সালাহউদ্দিনের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি দিবেন হাসিনা আহমেদ।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিএনপির পক্ষে বিবৃতি দিয়ে আসছিলেন সালাহউদ্দিন আহমেদ। ১১ মার্চ থেকে তার পরিবার ও বিএনপি অভিযোগ তুলেছে, ১০ মার্চ রাতে তাকে ধরে নিয়ে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে পুলিশ, র‍্যাব বা গোয়েন্দা সংস্থার কেউই সালাহ উদ্দিন আহমেদকে আটকের কথা স্বীকার করেনি।

সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ১০ মার্চ রাতে পুলিশ ও র‍্যাবের লোকেরা সালাহ উদ্দিন আহমেদকে উত্তরার বাসা থেকে তুলে নিয়ে যায়।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।