আওয়ামী লীগের জনসভায় ‘ট্যাঙ্ক’


প্রকাশিত: ১০:০৪ এএম, ১০ জানুয়ারি ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ট্যাঙ্ক নিয়ে এসেছেন এক মুক্তিযোদ্ধা।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক (টিএসসি) কেন্দ্রের পাশেই দেখা যায় ভ্যানের ওপর সাজিয়ে রাখা হয়েছে একটি ট্যাঙ্ক।

জাহাঙ্গীর মুন্সী নামের এ মুক্তিযোদ্ধা থাকেন রাজধানীর শ্যামলীতে। সেখান থেকে ভ্যানে ট্যাঙ্ক সাজিয়ে নিয়ে এসেছেন জনসভাস্থলে।

ট্যাংকের ওপর জাতীয় পতাকা উড়ছে। এছাড়া রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ ছবি।

tank

জাহাঙ্গীর মুন্সী বলেন, আমি সব জনসভায় অংশ নেই। আজ বঙ্গবন্ধুর দেশে ফেরার দিনে এ ট্যাঙ্ক নিয়ে স্মৃতিতে ফিরে যেতে চেষ্টা করছি। বললেন, শেখের বেটির সমাবেশে আসছি। নিয়মিতই আসি।

ট্যাঙ্ক নিয়ে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, যুদ্ধ করেছি তো। ট্যাঙ্ক ভালো লাগে। তাই অর্ডার দিয়ে বানিয়ে এনেছি।

ট্যাঙ্কের ওপরই রয়েছে সাউন্ডবক্স, ব্যাটারি। জাহাঙ্গীর মুন্সি বলেন, আসা-যাওয়ার পথে বঙ্গবন্ধুর ভাষণ বাজান তিনি।

এইউএ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।