আ.লীগের সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দীতে কঠোর নিরাপত্তা


প্রকাশিত: ০৫:২৪ এএম, ১০ জানুয়ারি ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ দুপুরে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নীতি-নির্ধারণী’ বক্তব্য দেবেন বলে জানা গেছে। এ সমাবেশকে ঘিরে উদ্যানের সব প্রবেশ পথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা।

Somabesh

প্রতিটি প্রবেশ পথে বসানো হচ্ছে একাধিক আর্চওয়ে মেশিন। উদ্যানের ভেতরে বাইরে র্যা ব, পুলিশ ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল দিচ্ছেন।

বাংলা একাডেমির বিপরীত দিকে গেটে সেনাসদস্যদের অবস্থান করতে দেখা যায়। মঙ্গলবার সকাল সাড়ে  ১০টায় সরেজমিন পরিদর্শনকালে এ দৃশ্য দেখা গেছে পরিচছন্ন কর্মীরা শেষ মুহূর্তের ময়লা-আবর্জনা সরাতে ব্যস্ত।

Somabesh

কর্তব্যরত একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, আজকের সভায় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবে। এ সুযোগে কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ড না চালাতে পারে সেজন্য প্রবেশপথে ব্যাপক তল্লাশি চালিয়ে তবেই ভেতরে ঢুকতে দেয়া হবে।

এমইউ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।