অসুস্থ রাজনীতির কারণে তরুণ প্রজন্ম আস্থা হারাচ্ছে


প্রকাশিত: ১০:১৭ এএম, ১৮ মার্চ ২০১৫

স্বাধীনতাবিরোধীদের অসুস্থ রাজনীতির কারণেই দেশের তরুণ প্রজন্ম রাজনীতির প্রতি আস্থা হারাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর মতিঝিল মডেল স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যে রাজনীতি পেট্রলবোমা ছুড়ে, অগ্নিসংযোগ করে শিশু-কিশোরদের জীবন বিপন্ন করছে, তাদের শিক্ষা জীবনকে ধ্বংস করে দিচ্ছে, সেটা কোন সুস্থ রাজনীতি নয়।

ওবায়দুল কাদের বলেন, নষ্ট রাজনীতিকে ঘৃণা করতে হবে। চরিত্রহীন, নষ্ট মানুষেরা যাতে রাজনীতির মঞ্চে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে- সেজন্য সতর্ক হতে হবে। রাজনীতির প্রতি আস্থা হারালে চলবে না। রাজনীতি ধ্বংস হয়ে গেলে একটি জাতি আশাহীন হয়ে পড়ে। তাই দেশে সুস্থ রাজনীতির চর্চা করতে সমাজের সৎ ও মেধাবীদের এগিয়ে আসতে হবে।

রাজনীতি থেকে চরিত্রহীন, দুর্নীতিবাজ ও মেধাহীনদের হটিয়ে মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালো মানুষেরা বেশি বেশি রাজনীতিতে আসলে দুষ্টু লোকেরা চলে যেতে বাধ্য হবে। কারণ অন্ধকার দিয়ে নয়, আলো দিয়েই অন্ধকারকে জয় করতে হয়।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে এতে শিক্ষার্থীদের হতাশ না হয়ে মন্ত্রী শিক্ষাজীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের প্রস্তত হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, জীবন হচ্ছে চ্যালেঞ্জ। যে যত বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করবে, ততই সে জীবনে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত হবে। দুর্যোগের মোকাবেলা করে এগিয়ে যাওয়ার নামই জীবন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্রে পরিণত করতে স্বাধীনতাবিরোধী চক্র আজও তৎপর। মানুষকে ভয় দেখিয়ে তারা ক্ষমতা দখল করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তত।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব আওলাদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা শামসী।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।