সালাহ উদ্দিনকে অক্ষত অবস্থায় ফেরতের আহ্বান খালেদার


প্রকাশিত: ০২:২৩ এএম, ১৮ মার্চ ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় আদালতে সোপর্দ অথবা পরিবারের কাছে ফেরত দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী সাবেক এমপি হাসিনা আহমেদ।

এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশান কার্যালয়ে যান সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদসহ পরিবারের সদস্যরা।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

গুলশান কার্যালয় সূত্র জানায়, এসময় হাসিনা আহমেদের সঙ্গে ছিলেন সালাহ উদ্দিন আহমেদের ছোট ছেলে ইউসুফ আহমেদ, মেয়ে ফারিবা আহমেদ ও ভাবী শামীম আরা।

এমএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।