হাসিনার বাসায় যাচ্ছেন বুদ্ধিজীবীরা


প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৬ মার্চ ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন দেশের বিশিষ্টজনেরা। সোমবার রাতে সালাহ উদ্দিনের গুলশানের বাসায় এই সাক্ষটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সালাহ উদ্দিনের বাসায় কাউকেই আসতে দেখা যায়নি। তবে গণমাধ্যম কর্মীদেরকে সালাহ উদ্দিনের বাসায় অপেক্ষা করতে দেখা গেছে।

সুত্র জানায়, হাসিনা আহমেদকে শান্তনা দিতে দেশের বিশিষ্টজনরা তার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কারা সালাহ উদ্দিনের বাসায় যাবেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন সোমবার রাতে বিশিষ্টজনরা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এমএম/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।