আয় ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি


প্রকাশিত: ০৭:১১ এএম, ১৪ আগস্ট ২০১৪

২০১৩-১৪ অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলামের হাতে দলের পক্ষে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আয়-ব্যয়ের এ তথ্য বিবরণী জমা দেন।

রিজভী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশননের নির্দেশনুযায়ী রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয় হিসাব জমা দেয়ার শেষ তারিখ ছিলো ৩১ জুলাই। কিন্তু বিএনপি সময় চেয়ে ছিলো ১৪ আগস্ট পর্যন্ত। তাই আজ এসে দলের আয় ব্যয়ের বিবরণী তথ্য জমা দিয়েছি।

রিজভী আহমেদ আরও বলেন, ২০১৩-১৪ অর্থ বছরে এ পর্যন্ত আয় হয়েছে ৭৬ লক্ষ ৫ হাজার ৭ শত ৬২ টাকা। ব্যয় হয়েছে ২ কোটি ২৭ লক্ষ ৩ হাজার ৬২ টাকা। গত বছরের যে আয় হয়ে ছিলো তার উদ্বৃত্ত থেকে এ বছরের খরচ মিটানো হচ্ছে।

এ সময় দলের সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।