২০ দলীয় জোট দেশব্যাপী সহিংসতা চালাচ্ছে : সোহাগ


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৫ মার্চ ২০১৫

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ২০ দলীয় জোট হরতাল অবরোধের নামে দেশব্যাপী সহিংসতা চালাচ্ছে। রাতের অন্ধকারে বাস ট্রাকে পেট্রলবোমা মেরে নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। দেশবাসী তাদের ডাকা হরতাল অবরোধ প্রত্যাখান করেছে। ২০ দলীয় জোটের সন্ত্রাস নৈরাজ্য অবিলম্বে বন্ধ না করা হলে ছাত্রলীগ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে হুশিয়ার করেন।

রোববার দুপুরে বাগেরহাটের চিতলমারী উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি শহীদুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান শামীম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা ছাত্রলীগের নের্তৃবৃন্দ।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।