মধ্যরাতে কেক কেটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রকাশিত: ০৬:৫১ এএম, ০১ জানুয়ারি ২০১৭

কেক কেটে সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। পাশাপাশি রোববার দুপুর ২টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে ছাত্র সমাবেশেরও আয়োজন করেছে সংগঠনটি।

জানা গেছে, সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৮ পাউন্ডের কেক কাটেন ছাত্রদলের বর্তমান ও সাবেক ছাত্রনেতারা।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, বর্তমান সভাপতি রাজিব আহসান, সহ-সভাপতি আবু আল আতিক হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মেহবুব মাছুম শান্তসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ দুপুর ২টায় রাজধানীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে এ ছাত্র সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আলোচনা সভা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া সারাদেশে বিভাগীয়, জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়সহ সব ইউনিটে কেক কেটে, বর্ণাঢ্য র্যা লি, আলোচনা সভা, রক্তদানসহ নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ছাত্রদল।

এমএম/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।