সমাধানের পথ মধ্যবর্তী নির্বাচন : এমাজ উদ্দিন


প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৪ মার্চ ২০১৫

জাতিকে চলমান সঙ্কট থেকে মুক্তি দিতে একটি মাত্র পথ মধ্যবর্তী নির্বাচন। এমনটিই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একমাত্র মধ্যবর্তী নির্বাচনই বর্তমান সংকট থেকে জাতিকে মুক্তি দিতে পারে। আর এটি হতে হবে এখনই। কোনো দেরি নয়। না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।

প্রবীণ এ অধ্যাপক আরো বলেন, প্রধানমন্ত্রী ৫ জানুয়ারির নির্বাচনের আগে ওয়াদা করেছিলেন সাংবিধানিক বাধ্যবাধকতায় সাময়িকভাবে একটি নির্বাচন করবেন। এরপর সব দলকে সঙ্গে নিয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচন করবেন। এখন তার বক্তব্য কার্যকর হলেই সব সমস্যার সমাধান হয়।

অ্যাব সভাপতি আনোয়ারুল মজুমদার বাবলার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, অ্যাব মহাসচিব হাসান জাফির তুহিন প্রমুখ।

এএইচ/আরআই/ এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।