বিএনপির কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছে : কামরুল


প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপি ক্রমান্বয়ে বিলুপ্তির পথে। দলের কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তাই দল টিকিয়ে রাখতে শেখ হাসিনার সরকারের অধীনে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।

শুক্রবার আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করার প্রস্তুতি নিতে এ সভার আয়োজন করা হয়।


কামরুল বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা পেয়েছে। ওই নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে  ভুল করেছে, সেটা এখন তাদের নেতারা বুঝতে পারছেন। তারা মুখে ভুল স্বীকার না করলেও কর্মীরা হতাশ হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে যৌথসভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এএস/এএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।