বরিশালের উন্নয়ন অব্যাহত রয়েছে : মেনন


প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৩ আগস্ট ২০১৪

অবহেলতি বরিশালের উন্নয়ন অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরিশাল জেলা প্রশাসন আয়োজিত ‘দেশাত্ববোধে আমরা পরস্পর পরিপূরক’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবহেলতি বরিশালের উন্নয়ন অব্যাহত রয়েছে। বরিশাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যেই নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্র করার জন্য ইতিমধ্যে বরিশালের সাতটি স্পটকে নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, যুগ্ম সচিব ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক কালী রঞ্জণ বর্মন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য মো. টিপু সুলতান ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।