মিয়ানমারে মেরিনজাইটিস ভাইরাস, সীমান্তে সতর্কতা


প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৩ আগস্ট ২০১৪

মিয়ানমারের মংডু শহরে ‘মেরিনজাইটিস’ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তে বিশেষ সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বাংলাদেশের নিকটবর্তী মিয়ানমারের মংডু শহরে ‘মেরিনজাইটিস’ নামের ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে অনেকেই মারা যাওয়ার খবরও শোনা যাচ্ছে।

এরই প্রেক্ষিতে উখিয়া-টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আগতদের স্বাস্থ্য পরীক্ষার নিদের্শ দেয়া হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোজাহিদ জানান, টেকনাফ স্থল বন্দরের ইমিগ্রেশনে একটি মেডিকেল টিম কাজ শুরু করেছে। তারা স্বাস্থ্য পরীক্ষা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না।

বিজিবি’র কক্সবাজারস্থ ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল আলম জানান, ‘মেরিনজাইটিস’ নামের ভাইরাসে আক্রান্ত হয়ে মিয়ানমারে অনেক মারা যাওয়া এবং আরো অনেকেই আক্রান্ত হয়েছে বলে আমরা জেনেছি। এর প্রেক্ষিতে কেউ যাতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে সেই জন্য আমরা সতর্কবস্থানে রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।