৩ মাসের অর্জন জাতি জানতে চায় : সুরঞ্জিত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিগত তিন মাসে কি অর্জন করেছেন জাতি তা জানতে চায়। খালেদা জিয়া আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানাবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সুরঞ্জিত বলেন, পেট্রলবোমা আর অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করা ছাড়া আর কিছু করতে পারেননি। এসব কর্মকাণ্ড করে সরকার পরিবর্তন করা যায় না।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিষয়ে সুরঞ্জিত বলেন, তিনি উত্তরে না দক্ষিণে, পূর্বে না পশ্চিমে যেখানেই থাকুক তাকে খুঁজে বের করা হোক। যার মাল তাকে বুঝিয়ে দেওয়া হোক।
এএইচ/পিআর