২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ই-কমার্স মেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৩ আগস্ট ২০১৪

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পঞ্চম ই-কমার্স মেলা-২০১৪। কম্পিউটার বিষয়ক মাসিক পত্রিকা কম্পিউটার জগৎ এর উদ্যোগে তিন দিনব্যাপী এ মেলা শাহবাগের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে কম্পিউটার জগৎ।

কম্পিউটার জগৎ জানায়, মেলায় ই-কমার্স বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ ও সেমিনারে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। ৩০ মার্চ থেকে মেলার স্টল বুকিং চলবে।

মেলার আহ্বায়ক আবদুল ওয়াহেদ তমাল জানান, দেশের ই-কমার্সের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এখন ই-কমার্সের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হতে পারে। তাই সাধারণ মানুষকে ই-কমার্স সম্পর্কে উৎসাহী করতেই এ মেলার আয়োজন করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।