সালাহ উদ্দিনকে নিয়ে উদ্বিগ্ন খালেদা জিয়া
দেশের বৃহত্তম দল বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগের কথা জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা জানান।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না করা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে আটকের বিষয়টি অস্বীকার করার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যতম যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে মিথ্যা মামলায় গ্রেফতারের পর থেকে সালাহউদ্দিন আহমেদ দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপি ও ২০ দলীয় জোটের হয়ে কেউ কথা বললেই বর্তমান শাসক গোষ্ঠী তাকে গ্রেফতার করে মিথ্যা মামলায় জাড়িয়ে দেয়ার এক স্বৈররীতি চালু করেছে।
সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাবার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে করা অভিযোগ গ্রহণে পুলিশের অস্বীকৃতিরও আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এখন দেশে আইন যে স্বাভাবিক গতিতে চলছে না, এটা তার জ্বলন্ত প্রমাণ।
বিএনপি চেয়ারপারসন বলেন, সালাহউদ্দিন আহমেদের যাতে কোনো ক্ষতি না হয় আমি সেই মোনাজাত করছি। অনতিবিলম্বে তাকে মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি। বিবেকবান প্রতিটি নাগরিক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করছি, এধরনের সীমাহীন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন।
এদিকে, দেশের চলমান পরিস্থিতি এবং বিএনপি ও ২০ দলীয় জোটের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন খালেদা জিয়া। শুক্রবার বিকেল চারটায় গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
এএইচ/আরআই