খালেদার সংবাদ সম্মেলন আজ


প্রকাশিত: ০১:৩২ পিএম, ১২ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়া শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন। বৃহস্পতিবার খালেদা জিয়ার বিশেষ সহকারী মারুফ কামাল খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার বিকেল ৪টায় তার গুলশানের ‍রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি এবং বিএনপি ও ২০ দলীয় জোটের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করবেন খালেদা জিয়া।

উল্লেখ্য, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে টানা অবস্থান করে আসছেন বেগম খালেদা জিয়া। এমনকি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু ও তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পরও তিনি ওই কার্যালয় থেকে বের হননি।

কার্যালয়ে অবস্থানরত অবস্থায় দলের বিভিন্ন নেতাকর্মী ও আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ বা কথা বললেও আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি বেগম জিয়া।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।