হরতাল-অবরোধের নামে নাশকতা করছেন খালেদা : রেলমন্ত্রী
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পরাজিত শক্তি জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে হরতাল ও অবরোধের নামে দেশে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড করছেন বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। বৃহস্পতিবার গাইবান্ধা রেল স্টেশনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট বেপরোয়া হয়েছে এবং তারা পেট্রল বোমা মেরে নিরপরাধ মানুষকে পুড়িয়ে ও হত্যা এবং জাতীয় সম্পদ ধ্বংস করে যেভাবেই হোক ক্ষমতায় যেতে চায়।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রেলওয়ে সেবা জনগণের কাছে জনপ্রিয় করতে বেশ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। যাতে করে যাত্রী সাধারণ স্বাচ্ছন্দে ট্রেন ভ্রমণ করতে পারেন।
এ সময় জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী শক্তি আখ্যায়িত করে রেলপথ মন্ত্রী তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। একই সাথে যাত্রীদের নিরাপদে রেল ভ্রমণ নিশ্চিত করতে নাশকতাকারীদের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদার সভায় সভাপতিত্বে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, ও সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন। এছাড়া রেলওয়ে কর্মকর্তা, শ্রমিক, রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগসহ সর্বস্তরের জনগণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
আরএস/আরআইপি