হুমকি-ধামকি দিয়ে লাভ নেই : নাসিম


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১০ মার্চ ২০১৫

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার ও আওয়ামী লীগকে হুমকি ধামকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ সংগ্রামী দল। ২০১৯ সালের আগে দেশে কোন জাতীয় সংসদ নির্বাচন হবে না।

মঙ্গলবার বিকালে বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণমানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং যাবে। যত ষড়যন্ত্র হোক না কেন জনগণ আওয়ামী লীগ সরকারের পাশে আছে এবং থাকবে।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কোন সংলাপ নয়। খুনি রাজাকার নৈরাজ্যকারী পেট্টল বোমা হামলাকারিদের সাথে কোন সংলাপ হবে না।

তিনি আরো বলেন, চার বছর পর ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে। সংলাপের প্রয়োজন হলে তখন হবে। সে সময় যদি বিএনপি ক্ষমতায় আসে তাতে আমাদের দুঃখ নেই।

নাসিম বলেন, ২০ দল অবরোধ হরতাল ডাকলেও বগুড়াসহ সারা দেশের মানুষ তা প্রত্যাখ্যান করেছে। সরকার ও আওয়ামী লীগকে হুমকি ধামকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ সংগ্রামী দল।

বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাম্যবাদী দলের সভাপতি দিলিপ বড়ুয়া, ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, কমিউনিষ্ট পার্টি নেতা ডাঃ ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদত হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউল রশিদ খান, আতাউল্লা খান, সংসদ সদস্য আব্দুল মান্নান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।